কলকাতা,২ অক্টোবর : করোনা আবহে একটানা দু-বছর আটকে থাকার পর চলতি বছর ফের পুজো ছন্দে ফিরেছে তিলোত্তমা । পুজোর ছন্দ ফিরতেই মেট্রোয় ঠাসা ভিড় । চলতি বছর মেট্রোয় রেকর্ড ভিড় ।
মেট্রো সূত্রে খবর, সাড়ে সাত লক্ষ পেরিয়ে গিয়েছে দক্ষিণেশ্বর- নিউ গড়িয়া মেট্রোর যাত্রী সংখ্যা । ষষ্ঠীর দিন মেট্রোর মোট যাত্রী সংখ্যা ছিল ৭ লক্ষ ৫৩ হাজার ৩৯০ । পাশাপাশি ওইদিন মোট ২৮৮টি মেট্রো চলে সারাদিনে । যার ফলে মেট্রো আয় পেরিয়েছে ১ কোটি টাকা । স্মার্ট কার্ড এবং টিকিট বিক্রিতে মোট আয় হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৯৭ হাজার ৩৩০ টাকা । মেট্রো রেল সূত্রে খবর, সবথেকে যাত্রী ছিল দমদম মেট্রো স্টেশনে । অপরদিকে যাত্রী বেড়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও । সেক্টর ফাইভ শিয়ালদা রুটেও যাত্রী হয়েছে ৩৬ হাজার ২৭৫ ।