kolkata

8 months ago

Eastern Railway : পুজোয় যাত্রী ভিড়ের চাপ এড়াতে বাড়তি কোচ পূর্ব রেলের

Eastern Railway
Eastern Railway

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর  পুজোয় যাত্রী ভিড়ের চাপ এড়াতে বেশ কয়েকটি ট্রেনে বাড়তি কোচ দিচ্ছে পূর্ব রেল। সূত্রের খবর, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শেষ পর্যন্ত এই কোচগুলি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ট্রেনগুলিতে একটি করে স্লিপার দেওয়া হবে তা হল দুন, মিথিলা, রক্সৌল, শিয়ালদহ জয়নগর, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদহ-বিকানের দুরন্ত, কলকাতা গাজিপুর এক্সপ্রেসে একটি এসি থ্রি টিয়ার ও কলকাতা-হলদিবাড়ি ইন্টারসিটিতে একটি সেকেন্ড ক্লাস।

You might also like!