kolkata

11 months ago

East-West Metro:টানা দুদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল

East-West Metro
East-West Metro

 

কলকাতা, ২১ ফেব্রুয়ারি : আগামী ২৩ এবং ২৪ তারিখে পূর্ব-পশ্চিম মেট্রো (গ্রিন লাইন) ট্রেন চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বুধবার সাংবাদিক বৈঠক করে জানালেন মেট্রো রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানান, ''ব্যাক-আপ কন্ট্রোল সেন্টার (বিসিসি) থেকে সমস্ত ট্রেন অপারেশন কন্ট্রোল সার্কিটগুলিকে অপারেশনে স্থানান্তর করার জন্য মেট্রো রেলওয়ে শুক্রবার এবং শনিবার পূর্ব-পশ্চিম মেট্রো চলাচল স্থগিত রাখা হবে। তাই যাত্রীদের এই অসুবিধার জন্য গভীরভাবে দুঃখিত।''

উল্লেখ্য, প্রতিদিন এই মেট্রো বহু মানুষের যাতায়াতের পথ সুগম করেছে। শহর কলকাতার পরিবহন ব্যবস্থাকে আরো মজবুত করেছে এই মেট্রো। খুব অল্প সময়ের মধ্যেই এই মেট্রো মানুষের যাতায়াতের বিকল্প হয়ে উঠেছে। যদিও ওই দুইদিন সরকারি কর্মচারীদের বিশেষ অসুবিধে হবে না।


You might also like!