কলকাতা, ৫ আগস্ট : জল ছাড়ার পরিমাণ কিছুটা কমিয়ে দিল ডিভিসি, যা রবিবারের তুলনায় কম। নতুন করে বৃষ্টি না হলে বাড়তি জল ছাড়ার পরিমাণ আরও কমে যাবে বলে মনে করা হচ্ছে। সোমবার সকালে মাইথন জলাধার থেকে ছ’হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই পরিমাণ স্বাভাবিক।
পাঞ্চেত জলাধার থেকে বাড়তি কিছুটা জল ছাড়া হয়েছে সোমবার। সেই পরিমাণ ৪৩ হাজার কিউসেক। অর্থাৎ, দুই জলাধার থেকে মোট ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত। এই জল জমা হয় দুর্গাপুর ব্যারাজে। ডিভিসি সূত্রে খবর, সোমবার সকালে দুর্গাপুর ব্যারাজ থেকে ১ লক্ষ ১৫ হাজার কিউসেক জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যা রবিবারের চেয়ে বেশ কিছুটা কম। ঝাড়খণ্ডে এখন বৃষ্টি কিছুটা কমেছে। তাই সোমবার তেনুঘাট থেকে জল ছাড়ার পরিমাণও কমেছে।