কলকাতা, ২৬ সেপ্টেম্বর : এ বছর ৯৭ বছরে পা রাখল টালা পার্ক প্রত্যয়ের দুর্গাপুজো। অন্যান্য বছরের মত এবারেও দর্শকদের নজর কাড়বে এই পুজো।
থিমের লড়াইয়ে এই পুজো প্রথম নামে ২০১৯ সালে। সেই থেকে এই পুজো থিমের অভিনবত্ব দিয়ে দর্শকদের মধ্যে চমক সৃষ্টি করে চলেছে। এ বছর টালা পার্ক প্রত্যয়ের থিম রীতি দ্য মোশন। দেবী প্রতিমা থেকে মণ্ডপ সজ্জার মাধ্যমে শিল্পী সুশান্ত পাল ফুটিয়ে তুলেছেন এই থিম।
মণ্ডপে কাজ শুরু হয়েছে আড়াই মাস। আবহাওয়ার তারতম্যকে ভ্রুক্ষেপ না করে কাজ চলেছে এক নাগাড়ে। ইস্পাতের ভিত এবং তার সঙ্গে বেশ কিছু অপটিক্যাল ফাইবারের পাতের ব্যবহারে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপের বাইরের দিকটা। রয়েছে আরও কিছু চমক। দেবী প্রতিমার সাজেও থাকছে অভিনবত্ব।