kolkata 6 months ago

Durga Puja procession on Red Road : বৃহস্পতিবার রেড রোডে দুর্গাপুজোর পদযাত্রা, প্রস্তুতি শুরু

Durga Puja procession on Red Road on Thursday

 

কলকাতা, ২৯ আগস্ট:  আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, ১ সেপ্টেম্বর রেড রোডে দুর্গাপুজোর পদযাত্রা হবে। ইতিমধ্যে জোর কদমে পদযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

এ কারণে শহরের ২১টি রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। সেজন্য ১ সেপ্টেম্বর শহরের ২১টি রাস্তায় ট্রাম, গাড়ি এবং যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ওইসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ বা স্থগিত রাখা হতে পারে।

যেসব রাস্তাঘাটে এই বিধিনিষেধ আরোপ করা হবে, তার মধ্যে রয়েছে, ভূপেন বোস অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, কেকে ঠাকুর স্ট্রিট, এমজি রোড, বিবি গাঙ্গুলি, জিসি অ্যাভিনিউ, এসএন কানার্জি রোড, লেনিন সরণি, জেএল নেহেরু রোড, আরআর অ্যাভিনিউ, মেয়ো রোড, খিদিরপুর রোড, এসপ্লানেড বাদ ও এসপ্ল্যানেড রো। তাই ওই দিনে শহরের এই ব্যস্ততম যান চলাচল মসৃণ রাখতে উদ্যোগ নিয়েছে।

নির্বিঘ্নে পদযাত্রা পরিচালনা করতে শহরের বিভিন্ন রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি পার্কিং সংক্রান্ত সমস্যা যাতে না হয়, সেদিকটাও নজর রাখছে পুলিশ প্রশাসন। সেকারণে, বিশেষ আশক্ষা রয়েছে। নির্দেশ জারি করেছেন কলকাতার নগরপাল বিনীতকুমার গোয়েল। এমনকী, রেড রোডে যান চলাচলের জন্য একটি সময়সূচীও জারি করেছে কলকাতা পুলিশ।

সেই নির্দেশে বলা হয়েছে, ৩০ আগস্ট রাত ১১টা থেকে ৩১ আগস্ট ভোর ৪টার মধ্যে মোট ৫ ঘন্টা রেড রোডে কোনও যানবাহন চলাচল করবে না। ওদিকে ৩১ আগস্ট রাত ১১টা থেকে অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে।

১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ৭ ঘন্টার মধ্যেও রেড রোডে গাড়ি যাতায়াত করবে না। এছাড়াও ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই দিন কলকাতার কিছু অংশে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

পুজোর পদযাত্রা শুরু হবে জোড়াসাঁকো থেকে। যা শেষ হওয়ার কথা রেড রোডে। পুজো উদ্যোক্তা আয়োজক ছাড়াও সর্বস্তরের মানুষের বিপুল সমাগম হবে পদযাত্রায়। কলকাতা, সল্টলেক এবং দুই ২৪ পরগনা থেকে আড়াই হাজারেরও বেশি পুজো কমিটি মিছিল-সমাবেশে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।


You might also like!