কলকাতা, ৫ অক্টোবর : নবমী পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টি হয়নি। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। ফলে পুজো ভালই কেটেছে। দশমীতেও মেঘাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ, এদিন সকালেই একপশলা বৃষ্টিও হয়েছে কলকাতার বিভিন্ন অংশে। বৃষ্টি হয়েছে কলকাতা লাগোয়া জেলাগুলিতেও।
বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ, রোদের দেখা সেভাবে মেলেনি। সকাল ৯টা নাগাদ একপশলা বৃষ্টি হয়েছে কলকাতার বিভিন্ন অংশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।