কলকাতা, ২০ আগস্ট : আর জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আদেশকে স্বাগত জানালেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডঃ ইন্দ্রনীল খান মঙ্গলবার দুপুরে তিনি এক্স বার্তায় লিখেছেন, “আর জি কর মেডিকেল কলেজের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য মাননীয় সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানাই। অভয়ার নৃশংস হত্যাকাণ্ড এবং ১৪-১৫ আগস্ট রাতে ঘটে যাওয়া ভিড় ভাঙচুরের পরে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীরা রাজ্য পুলিশের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন।”
প্রসঙ্গত, তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘মেয়েদের রাত দখল’ অভিযানের মাঝেই হামলার ঘটনা ঘটে গিয়েছে আর জি কর হাসপাতালে। পুলিশি নিরাপত্তার ফাঁক হলে প্রায় শতাধিক হামলাকারীর ওই তাণ্ডব তুলে দিয়েছে বহু প্রশ্ন। তদন্তের মাঝে কেন এমন হামলা? কারাই বা রয়েছে নেপথ্যে? উদ্দেশ্য কী ছিল? এ সবের উত্তর চাইছে আমজনতা।