মেষ রাশিঃ কর্মক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। আজকে একা সময় কাটালে ভাল। নিজেকে আগের থেকে বেশি সতস্ফুর্ত করে তুলুন। অযথা সময় নষ্ট করবেন না। নিজেকে ভালভাবে পেশ করুন।
বৃষ রাশিঃ ভবিষ্যত্ পরিকল্পনা আলোচনা করুন। পার্টনারের থেকে অনেক সুবিধা হবে। দিন চমৎকার থাকবে। আপনার ভাবনার বাইরে অনেককিছুই ঘটবে।
মিথুন রাশিঃ উত্তেজনা থাকবে। নানান মতভেদ আসবে। অস্বস্তি বোধ করবেন। অন্যের দ্বারা বিরক্ত হবেন না।আজকে ব্যবসায়ীদের ভাল দিন। আঘাত এড়াতে পারবেন।
কর্কট রাশিঃ নতুন মানুষের কাছে আসার সময়। প্রেমের কারণে আজকে অনেক কিছু বদলাবে। ব্যবসায় লাভ। এলাকার বাইরে বেড়িয়ে কাজ করতে পারবেন।
সিংহ রাশিঃ প্রতীক্ষিত কল্পনা আজকে বাস্তব করুন। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অজানা কারণে আজকে ভুগবেন। প্রেমের দিকে নজর দিন।
কন্যা রাশিঃ ভালবাসা অন্য জায়গায় পৌঁছাবে। আপনার পক্ষে ভাল সময়। বন্ধুদের সঙ্গে সময় ব্যয় করুন। বিনিয়োগে লাভ আসবে। অত্যধিক কাজকর্মে জড়িয়ে থাকুন।
তুলা রাশিঃ আকস্মিক প্রেম আসতে পারে। অপরকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। বিজয় আসবে। নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। আজকে চূড়ান্ত বিরক্ত বোধ করবেন।
বৃশ্চিক রাশিঃ কর্মক্ষেত্রে সাবধান, চক্রান্ত হতে পারে। এড়িয়ে যাবেন না, মোকাবেলা করুন। মানসিক আশঙ্কা থাকবে। ইতিবাচক চিন্তা আপনাকে সাহায্য করবে। প্রেম জীবনে আলোকিত করতে পারেন। নিজের দক্ষতাকে কাজে লাগান।
ধনু রাশিঃ জমিজমার বিনিয়োগ করলে লাভ হবে। কঠোর পরিশ্রম করতে থাকুন। নিজের প্রতি যত্নবান হন। তদন্ত বজায় রাখুন।
মকর রাশিঃ অন্যের থেকে ভাল উপদেশ নিন। প্রেমের জীবন সমৃদ্ধ হবে। অভিনয় করবেন না। আপনি আস্থা এবং সমর্থন লাভ করবেন। অযথা ঝামেলায় জড়াতে যাবেন না।
কুম্ভ রাশিঃ মন থেকে কাজ করলে জয় আসবেই। শুধুমাত্র ইতিবাচক চিন্তা করতে হবে। অজানা উৎস থেকে অর্থ উপার্জন হবে। অনেকে আপনার সমস্যা সমাধান করবে।
মীন রাশিঃ আর্থিক লেনদেন চলবে। না চাইলে আজকে নতুন কাজে এগোবেন না। প্রেমে সবকিছুই বিকল্প। আজকে অনেক পুরনো স্মৃতি আসবে। বেশ কিছু উচ্ছাস কাজ করবে আজকে।