কলকাতা, ২৪ সেপ্টেম্বর : রাত পোহালেই মহালয়া । প্রতি বছর মহালয়া এসে যাওয়া মানেই পুজোর বাদ্যি বেজে হওয়া । যদিও চলতি বছর মহালয়ার তিলোত্তমায় আগেই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হত।'আগাম পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের। শনিবার ভুবনেশ্বরে যাওয়ার জন্য দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ' দুর্গাপুজোর রাজনীতিকরণ হচ্ছে। দুর্নীতি ঢাকতে এই সরকারের নীতি হল, কামাও, খাও, মস্তি করো। আর মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। তবে ধর্মের কল বাতাসে নড়ে। ' পাশাপাশি ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কোন সরকারের ভূমিকা বেশি সেই প্রসঙ্গ দিলীপ ঘোষ বলেন, ‘এটা তো আন্তর্জাতিক বিষয়। কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হতো? এত বড় মহান ব্যাপারে তুচ্ছ রাজনীতির জায়গা নেই।’ সেই সঙ্গে জঙ্গলমহলে শাসক দল তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ আগের তুলনায় কমে গেছে, তাই রাজনৈতিক স্বার্থে কুরমি সমাজকে অধিকার আদায়ের জন্য তারা প্ররোচিত করছেন বলে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি সাংসদ দিলীপ ঘোষ অভিযোগ করেছেন।