kolkata

6 months ago

Dilip Ghosh : সবাই যেন শান্তিতে-আনন্দে পুজো কাটাতে পারে, মহালয়ার শুভক্ষনে প্রার্থনা দিলীপ ঘোষের

Dilip Ghosh

 


কলকাতা, ২৫ সেপ্টেম্বর : পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনাতে তৃণমূলকে নিশানায় রাখতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ । রবিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ প্রার্থনা করেন, সবাই যেন শান্তিতে-আনন্দে পুজো কাটাতে পারে।

মহালয়ার দিন সকালেও একেবারে প্রত্যেক দিনের মতোই নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ । এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে দিলীপ ঘোষের বার্তা, ” এতদিন পর্যন্ত ভালো খবর আসে নি। শুধু খারাপ খবরই আসছে। দুর্নীতি, হিংসা, মৃত্যু, খুন। মহালয়া শুরু হয়ে গেল। পুজো আসছে। এখান থেকে যেন আমরা একটু পার পাই এবং শান্তিতে আনন্দে যেন সবাই পুজো কাটাতে পারে। মায়ের কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুন ভালোভাবে পুজো দেখুন”। 

You might also like!