kolkata 6 months ago

Dilip Ghosh slammed TMC govt : বীরভূমে গরু, কয়লা, পাথর, বালি পাচারের মাস্টারমাইন্ড অনুব্রত : দিলীপ ঘোষ

Dilip Ghosh slammed TMC govt

 

বোলপুর, ৮ সেপ্টেম্বর : রাজ্যে একের পর  এক দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও তৃণমূল কংগ্রেস সরকারকে বিঁধলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। গরু, কয়লা, বালি পাচারের অভিযোগে সরব হয়ে আবারও বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। দিলীপের কথায়, ‘‘বীরভূমে গরু, কয়লা, পাথর, বালি পাচারের মাস্টারমাইন্ড অনুব্রত।’'

বৃহস্পতিবার সকালে বীরভূমের বোলপুরে চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘গরু, কয়লা, পাথর, বালি এই চারটি বিষয় বীরভূমে রয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। আর সবটাই মাস্টারমাইন্ড হিসেবে নেতৃত্ব দিয়েছেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।’’ তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে দিলীপ আরও বলেছেন, ‘‘রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মাইনে দিতে পারছে না। কারণ, বীরভূমে সিন্ডিকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুট করছেন তৃণমূলে নেতারা। রাজ্য সরকার মাইনে দিতে পারবে কী করে ? বীরভূমের সমস্ত কিছু লুট হচ্ছে। তা নিজেদের ভান্ডারে ভরছেন তৃণমূলের নেতারা।’’

You might also like!