kolkata 6 months ago

Dilip Ghosh : কংগ্রেসের সমস্ত দাদাগিরি শেষ : দিলীপ ঘোষ

Dilip Ghosh

 

কলকাতা, ১৯ সেপ্টেম্বর : রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ফের তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ''তৃণমূল কংগ্রেসের সমস্ত দাদাগিরি শেষ।'' ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির জন্যও রাজ্য সরকারকে দুষেছেন দিলীপ। তিনি বলেছেন, ''শুধু পুরসভা নয় সারা রাজ্য জুড়ে ডেঙ্গুর বাড়বাড়ন্ত । বড় বড় ইস্যু চলে আসছে।" তিনি বলেছেন, দরকারে কেন্দ্রের সাহায্য নিন ।

এরপরেই টিটাগড়ের স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় দিলীপ বলেছেন, ''লেখাপড়া শেষ, কিন্তু চাকরি নেই । যৌবনেই অসামাজিক হচ্ছে তাঁরা । টাকা আর হাতিয়ার তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে । সেদিন বড়বাজারেও মুসলিম মহল্লা থেকে ইট ছোঁড়া হয়েছিল । চিরদিন কোনও সমাজ মার খায় না । হিন্দুরা উৎসব করলে বাধা আসে । ভাববেন না হিন্দুরা নপুংসক । তারাও জাগবে এবং প্রতিরোধ গড়বে।


You might also like!