kolkata 6 months ago

Dilip Ghosh against TMC today : 'ভবিতব্য বুঝতে পারছেন', অভিষেকে পাল্টা তোপ দিলীপ ঘোষের

Dilip Ghosh against TMC today

 

কলকাতা,৩ সেপ্টেম্বর : গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি উত্তাল । এরই মাঝে শুক্রবারই ইডির তলবে সিজিও কমপ্লেক্সে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছিলেন সে । সেই প্রসঙ্গে এবার অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । শনিবার দিলীপ ঘোষ বলেন, এতদিন যে কনফিডেন্স নিয়ে বলছিলেন এখন গালাগালির পর্যায়ে চলে গেছে, মানে ভবিতব্য বুঝতে পারছেন। এই প্রসঙ্গে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, ''এতদিন যে কনফিডেন্স নিয়ে বলছিলেন এখন গালাগালির পর্যায়ে চলে গেছে, মানে ভবিতব্য বুঝতে পারছেন । এসব কথা কোর্টে বলতে হবে । মিডিয়ার সামনে বলে কোনও লাভ নেই । কোর্টে বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে, কোর্টই বিচার করবে । আমরা দর্শক মাত্র । সাধারণ মানুষের সন্দেহ হয়েছে, তাই তাঁরা কোর্টে গেছেন । কোর্টের উপর ভরসা আছে পুরোপুরি । সিবিআই, ইডির উপর ভরসা আছে । তারা যেভাবে কাজ শুরু করেছে, এর আগে হয়নি । আমরা আশা করছি ভালো ভাবে সম্পূর্ণ হবে ।। অভিষেককে নিশানা করে কথাবার্তারই ঠিক নেই । এতদিন যে কনফিডেন্স নিয়ে বলছিলেন, এখন গালাগালির পর্যায়ে চলে গেছে । তার মানে ভবিতব্য বুঝতে পারছেন । আগামীদিনে কেষ্টর মতো মাটিতে শুতে হবে '' ।

You might also like!