kolkata 6 months ago

Diagnostic center at metro station : যাত্রীস্বার্থে মেট্রো স্টেশনে ডায়াগনস্টিক সেন্টার

Diagnostic center at metro station

 

কলকাতা, ৪ সেপ্টেম্বর : যাত্রীস্বার্থে কলকাতা মেট্রোর নয়া পদক্ষেপ । এবার নর্থ-সাউথ মেট্রো করিডরের ২৬টি স্টেশনেই চালু হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার। স্টেশনের অব্যবহৃত জায়গায় কিয়স্ক করা হবে। সেখান থেকেই যাত্রীদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে ডায়াগনস্টিক সেন্টার খুলতে আগ্রহ প্রকাশ করেছে কলকাতার একাধিক নামজাদা সংস্থা।

মেট্রো সূত্রে খবর, বয়স্ক ও ছোটদের জন্য চটজলদি পরীক্ষা করিয়ে নিতে এই সেন্টারগুলি দারুণ কাজে দেবে। ডায়াগনস্টিক সেন্টারগুলি থেকে সমস্ত প্যাথলজিক্যাল পরীক্ষা-সহ রক্ত পরীক্ষা ও ইসিজি করানো যাবে। পরীক্ষাগুলি তুলনামূলক কম খরচে করাতে পারবেন যাত্রীরা। পরীক্ষার রিপোর্ট মিলবে অনলাইনে। বয়স্করা এই পরীক্ষা করালে তাঁদের ছাড় দেওয়া হতে পারে।

এর আগে যাত্রীদের সুবিধার্থে মেট্রো স্টেশনে চা ও কফির মেশিন বসানোর কথা ঘোষণা করা হয়। প্রতিদিন প্রায় ৩ হাজার কাপ চা ও কফি বেরোবে মেশিন থেকে। ঠান্ডা পানীয়ের মেশিনও বসানো হবে। নর্থ-সাউথ মেট্রো করিডরের ২৬টি স্টেশনেই এই পরিষেবা মিলবে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে এই সংক্রান্ত চুক্তিও করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷


You might also like!