দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হল স্কুলে উচ্চপ্রাথমিক স্তরে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। নিয়োগের বেনিয়মের অভিযোগে চলা একটি মামলায় ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে বিবেচিত আরও ১,৫৮৫ জন প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে (SSC) নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের অনুমতি মেলার ঘণ্টাখানেকের মধ্যেই ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করে দিল এসএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। সংশ্লিষ্ট প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর থেকে ডাউনলোড করতে পারবেন ইন্টারভিউয়ের ইন্টিমেশন লেটার। গত মঙ্গলবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাশে বসে উচ্চপ্রাথমিকের নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, ‘‘উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ পর্যায়ের আগের পর্যায়ে ১৫৮৫ জনের ইন্টারভিউ বাকি রয়েছে। আশা করছি, পুজোর ছুটির আগে এই পদক্ষেপটা নেওয়ার জন্য হাই কোর্টের অনুমতি পাওয়া যাবে। আমি কথা দিচ্ছি, অনুমতি পেলে পুজোর ছুটির আগে, একেবারে শেষবেলায় পেলেও ইন্টারভিউ কবে থেকে শুরু করব, তা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে দেব।’’