kolkata

2 weeks ago

Dead body of a infant found : পঞ্চসায়রে রেললাইনের ধারে সদ্যোজাতর দেহ উদ্ধার, প্লাস্টিক ও তোয়ালে মোড়ানো ছিল শিশুটি

body of the newborn Found (Symbolic Picture)
body of the newborn Found (Symbolic Picture)

 

কলকাতা, ১৩ নভেম্বর : পঞ্চসায়র এলাকায় রেললাইনের ধারে উদ্ধার হল সদ্যোজাতর দেহ। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন থেকে গড়িয়া যাওয়ার রেললাইনের ধারে প্লাস্টিক ও তোয়ালে মোড়ানো শিশুর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পায়ে ঘটনাস্থলে যায় পঞ্চসায়র থানার পুলিশ।

খবর দেওয়া হয় যাদবপুর জিআরপি-কেও। কীভাবে শিশুর দেহ এখানে এল খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্লাস্টিক ও তোয়ালে মোড়ানো ছিল শিশুটি। কে বা করা শিশুটিকে এখানে ফেলে গিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

You might also like!