kolkata 6 months ago

DA case : ডিএ মামলায় পূর্ব নির্দেশই বহাল, রাজ্যের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

DA case at Kolkata High Court

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর : ডিএ অর্থাৎ মহার্ঘভাতা মামলায় রাজ্যের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ পূর্ব নির্দেশই বহাল রাখল। এ নিয়ে তৃতীয় বার পুনর্বিবেচনার আর্জি খারিজ করা হল। ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলির লড়াই দীর্ঘদিনের। এ নিয়ে অতীতেও মামলা গড়িয়েছিল আদালতে। হাইকোর্টে রাজ্য সরকার মেনে নিয়েছিল, মহার্ঘ ভাতা কর্মীদের ন্যায়সঙ্গত অধিকার।

চলতি বছরের ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে রাজ্য সরকারকে। যার জেরে রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। কিন্ত সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ডিএ না দেওয়ায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়। এর মধ্যেই ডিএ নিয়ে রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। ‘রোপা রুল’ মেনে ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়েও দেওয়া হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার। কিন্তু, বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ পূর্ব নির্দেশই বহাল রাখল।


You might also like!