kolkata

1 year ago

Durga Puja 2022 : পুজো অনুদানের কারণ জানিয়ে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ আদালতের

court directed state file affidavit stating Pujo grant
court directed state file affidavit stating Pujo grant

 

কলকাতা, ২৯ আগস্ট  : পুজো কমিটিগুলিকে কেন ৬০ হাজার টাকা করে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে তার স্পষ্ট কারণ জানতে চাইল হাই কোর্ট। কারণ জানানোর জন্য রাজ্য সরকারকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ, তার মধ্যেই কারণ জানিয়ে আদালতের কাছে হলফনামা পেশ করতে হবে সরকারকে। রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে কেন ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এমনও প্রশ্ন উঠেছে, যেখানে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দিতে পারছে না রাজ্য, সেখানে রাজ্যের এতগুলি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে কী ভাবে দিচ্ছে সরকার?

সোমবার এ সংক্রান্ত জনস্বার্থ মামলারই শুনানি ছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্য সরকারকে স্পষ্ট করে জানাতে হবে, কেন এই অনুদান দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, এ বিষয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। পাল্টা মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘বৈঠক ডেকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে টাকা দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।’’ এর পরই বিচারপতিদ্বয় জানিয়েছেন, ৫ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিয়ে পুজো অনুদানের কারণ জানাতে হবে। একই সঙ্গে আদালত জানিয়েছে ওই দিনই মামলাটির শুনানিও হবে।

You might also like!