kolkata

3 weeks ago

Indian Railways: শতাব্দী এক্সপ্রেসে এবার আরামদায়ক কোচ

Indian Railways
Indian Railways

 

দেবত্রী চক্রবর্তী,হাওড়া :পর্যটকদের জন্য উত্তরবঙ্গ সফর এবার থেকে বেশ আরামদায়ক। পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া এনজেপি শতাব্দি এক্সপ্রেসে জুড়ে দেওয়া হলো ভিস্টাডোম কোচ। এই কোচে একাধিক সুবিধা থাকায় ট্রেন যাত্রা আগের চেয়ে বেশ আরামদায়ক বলে মনে করছেন যাত্রীরা। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন যে রুটে প্রাকৃতিক সৌন্দর্য বেশি সেই রুটের ট্রেনে ভিস্টাডোম কোচ লাগানো হয়েছে। এতে বসার আসন সামনে পিছনে করার পাশাপাশি ৩৬০ ডিগ্রী ঘোরানো যায়। ট্রেনের জানালার শাটার তুললে ঝকঝকে বড় কাঁচ। সহজেই বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। কোচের ছাদে স্বচ্ছ কাঁচ যাতে বাইরের আলো সহজে ঢুকতে পারে। প্রতিটা কোচে ওয়াইফাই এবং জিপিএস সিস্টেম আছে। এছাড়াও অন্ধ ব্যক্তিদের জন্য ব্রেইল মাধ্যমে আসন সংখ্যা দেওয়া আছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন এই কোচের ভাড়া একটু বেশি। যেখানে এই ট্রেনের চেয়ার কার আসনের ভাড়া ১৪০০ টাকা, সেখানে ভিস্টাডোম কোচের আসন ভাড়া ২৪৩০ টাকা। এই  কোচের যাত্রীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা অন্য কোচের যাত্রীদের থেকেও ভালো। রেল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে খুব দ্রুত এই কোচের যাত্রী সংখ্যা বাড়বে।

You might also like!