kolkata

1 week ago

Weather Forecast: উপকূলঘেঁষা জেলায় সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, বুধেও শীতের আমেজ বঙ্গে

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৭ নভেম্বর : সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ভ্রুকুটি মধ্যেই বুধবারও কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই কনকনে শীতের আমেজ অনুভূত হয়েছে। বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরেই ছিল, যা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস (-০.৩)।

উত্তর-পশ্চিম ভারতে নতুন করে আবির্ভাব হয়েছে পশ্চিমি ঝঞ্ঝার। আগামী শুক্রবার পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এ জন্য উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ছে না পশ্চিমবঙ্গের উপকূলে। তবে এর প্রভাবেই সপ্তাহান্তে রাজ্যের উপকূলঘেঁষা এলাকাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।বুধবার সকালে ক্যানিং থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে পাঁশকুড়া সর্বত্রই সকালের দিকে কনকনে শীত অনুভূত হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা-সহ বেশ কয়েকটি জেলা ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল।

You might also like!