কলকাতা, ২৫ আগস্ট : হাওড়ার পাঁচলায় বাস ও লরির মুখোমুখি ধাক্কায় প্রাণ গিয়েছে তিনজনের। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি।
করুণাময়ী-মুচিঘাটা রুটের একটি যাত্রীবাহী বাস কমপক্ষে ৮০ জনের বেশি যাত্রী নিয়ে বুধবার সন্ধে ৬টা নাগাদ মুচিঘাটা যাচ্ছিল। উলটো দিক থেকে আসছিল একটি দশ চাকার লরি। ধুলোর বাঁধের কাছে হঠাৎই লরি ও যাত্রীবাহী বাসটির সঙ্গে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাসের কেবিনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় ও বাসের ডান দিকের অংশ বাস থেকে ছেড়ে রাস্তার উপরে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। তারা আহতদের টোটোয় চাপিয়ে গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে জানান। ১৭ জনকে ভরতি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতা স্থানান্তরিত করেন চিকিৎসকরা। এই দুর্ঘটনার পর টুইটে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দেন। তাঁদের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি।