kolkata 6 months ago

Chou Dancers of Purulia getting order : কেটেছে খারাপ সময়, এবার দুর্গাপুজোয় বায়না পেতে শুরু করেছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা

Chou Dancers of Purulia getting order

 

পুরুলিয়া, ২ সেপ্টেম্বর : করোনা মহামারীর জন্য খারাপভাবে কেটেছিল বিগত দু'টি বছর। কিন্তু, এবার খারাপ সময় কেটে গিয়েছে পুরুলিয়া জেলার ছৌ শিল্পীদের। খারাপ সময় কাটিয়ে এ বছর পুজোয় বায়না পেতে শুরু করেছেন ছৌ শিল্পীরা, বড় শহরগুলি থেকেও আসছে ডাক। প্রতি বছর বিভিন্ন পুজো মন্ডপে নিজেদের নৃত্য দেখানোর সুযোগ পান ছৌ শিল্পীরা। শুধু পুরুলিয়া ও আশেপাশের জেলাগুলি নয়, কলকাতা শহরেও পাড়ি জমান ছৌ শিল্পীরা। বড়বড় পুজো মন্ডপে দেখান নিজেদের নৃত্যকলা।

কিন্তু, বিগত দু'বছর পুজোর সময় খুবই খারাপভাবে দিন কেটেছিল তাঁদের। বায়না একেবারেই পাননি। পুজোর সময় ঘরে বসেই দিন কেটেছিল তাঁদের। কিন্তু, এ বছর আশার আলো দেখছেন তাঁরা। পুজোর এখনও প্রায় একই মাস বাকি, এরই মধ্যে কলকাতা-সহ বিভিন্ন বড় পুজো কমিটি থেকে বায়না পেতে শুরু করেছেন তাঁরা। ফলে পুরুলিয়ার ছৌ শিল্পীদের মুখে হাসি ফুটেছে। মানুষের মনে আনন্দ ফোটাতে নতুন ধরনের নৃত্যকলাও রপ্ত করছেন ছৌ শিল্পীরা।


You might also like!