kolkata

1 week ago

Mahavir Jayanti 2025: মহাবীর জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১০ এপ্রিল (হি.স.) : দেশজুড়ে মহাবীর জয়ন্তী পালিত হচ্ছে। এ রাজ্যেও তার ব্যতিক্রম হয়নি। শহর জুড়ে বিভিন্ন প্রান্তে জৈন ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে এই দিনটি পালন করছেন। বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি এক্স হ্যান্ডেলে এক বার্তায় উল্লেখ করেন, ভগবান মহাবীরের শিক্ষার প্রথম পাঠ হল শান্তি, সত্য ও অহিংসার বাণী যা আমাদের সকলকেই তাঁর প্রতি উদ্বুদ্ধ, অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, রাজ্যস্তরে আজকের এই দিনটি সরকারি প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজে ছুটি হিসেবে পালন করা হয়।

You might also like!