kolkata 5 months ago

উদ্বোধনের আমন্ত্রণে সাড়া মেলেনি মুখ্যমন্ত্রীর, বিকল্প ব্যবস্থা নাকতলা উদয়ন সংঘের

chief minister did not respond to the invitation of inauguration of Naktala Udayan Sangha

 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : নাকতলা উদয়ন সংঘের পুজোতে উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই নাকতলা উদয়ন সংঘের পুজোর ভবিষ্যত নিয়ে উঠছিল একাধিক প্রশ্ন। কিন্তু, সেই যাবতীয় আশঙ্কায় জল ঢেলে উদ্যোক্তারা দাবি করেছিলেন, জাঁকজমকে সামান্যতম খামতি থাকবে না। নাকতলার পুজো এই বছরও চমকে দেবে সকলকে। সেই মতো থিম, মণ্ডপ সব তৈরি। প্রত্যেক বছর মহালয়ার দিন এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বছরও ক্লাবের অফিসিয়াল মেল আইডি থেকে তাঁকে মেল করা হয়েছিল বলে দাবি করেছেন উদ্যোক্তারা। কিন্তু, শনিবার সকাল পর্যন্ত মেলেনি কোনও জবাব। এরপরেই উদ্বোধনের জন্য বিকল্প ভাবনা শুরু করে ক্লাব কর্তৃপক্ষ। নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজো কমিটির সেক্রেটারি অঞ্জন দাস বলেন, "আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আমন্ত্রণ পাঠিয়েছি ক্লাবের অফিসিয়াল মেল আইডি থেকে। কিন্তু, তিনি পুজো উদ্বোধন করবেন কি করবেন না, সেই বিষয়ে আমাদের কাছে এখনও কোনও তথ্য আসেনি।" শনিবার অঞ্জনবাবু বলেন, "এত বছর ধরে মহালয়ার দিন তিনি আমাদের পুজোর উদ্বোধন করে আসছেন। আমরা আশায় বুক বাঁধছি।” কিন্তু, মুখ্যমন্ত্রীর অফিসের তরফে উদ্যোক্তাদের কিছু না জানানোয় তৃতীয়াতে তারা একটি অনুষ্ঠান করতে চলেছেন। যেখানে সমাজের বিভিন্ন স্তরের ‘প্রতিষ্ঠিত নারী’, যাঁরা আজকের দুর্গা, তাঁদের উপস্থিতিতে একটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অঞ্জন দাস বলেন, “এই নারীদের অনেকেই প্রতিমা শিল্পী, কেউ চা বিক্রি করেন, কেউ বাড়িতে কাজ করেন…। তাঁদের একটি ভিডিয়ো আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছে। তাঁদেরকে সামনে রেখে আমরা পুজোটা এগিয়ে নিয়ে যেতে চাই।”

You might also like!