কলকাতা, ৪ এপ্রিল : বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার প্রয়াত হলেন শুক্রবার সকালে। ৮৭ বছরের অভিনেতা মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে ও রাজনৈতিক মহলেও। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আজ প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের মৃত্যুতে আমি শোকাহত। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য 'ভারত কুমার' নামেও তাঁকে ডাকা হত। তাঁর মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুরাগীদের প্রতি আমার সমবেদনা জানাই।