কলকাতা, ২৬ আগস্ট : সম্প্রতি মানিক্যমঞ্চ লেকটাউনে হয়ে গেল "চতুর্মুখি"-র প্রথম সাংস্কৃতিক সন্ধ্যা। "আনন্দধারা" ও "সুরবীণার" সঙ্গীতশিল্পীদের সঙ্গীত, "আবৃত্তি-অকপটের" শিল্পীদের আবৃত্তি, অলিপ্রিয়া ও পাপিয়া দত্তের একক সঙ্গীত এবং শৌর্যদীপ্ত ভট্টাচার্যের সরোদ বাদন পরিবেশন হয় অনুষ্ঠানে। এছাড়াও এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ডঃ মধুমিতা দেবের রচিত এবং পরিচালিত কাব্যনাট্য "সাধনা"। অনুষ্ঠানের শেষভাগে ছিল "চতুর্মুখি" পরিচালিত স্বাধীনতা বন্দনা।