দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভ্যাপসা গরমের চোখ রাঙ্গানির মধ্যেই খানিকটা স্বস্তির খবর নিয়ে সামিল হল হাওয়া অফিস। হাওয়া অফিসের সতর্কবার্তা অনুসারে, রাত ৮টার মধ্যে কলকাতা ও দক্ষিণবঙ্গের দুই জেলায় নামতে পারে বৃষ্টি। এরই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিকেল ৪ টে ৫০ মিনিটে জারি করা হয়েছিল একটি সতর্কবার্তা। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, আগামী দু’-এক ঘণ্টার মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। পরে সন্ধ্যা ৬টা নাগাদ আরও একটি সতর্কবার্তায় জানানো হয় আগামী দু’ঘণ্টার মধ্যে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগণার কিছু এলাকাতেও।