দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় চলবে বৃষ্টি এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। গত কয়েক দিনে বৃষ্টির দেখা মেলেনি। বরং কাঠফাটা রোদ আর প্যাচপেচে গরমে নাজেহাল হয়েছেন সকলে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে পরিস্থিতির তেমন বদল হওয়ার সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। শনিবার পর্যন্ত ভিজবে না শহর। আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পেতে পারে এই ক’দিন।