কলকাতা, ১৬ সেপ্টেম্বর : রবিবারের থেকে সোমবার আকাশ কিছুটা পরিষ্কার হলেও বৃষ্টি অব্যাহত। তবে ধীরে ধীরে কাটছে নিম্নচাপের প্রভাব। যদিও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এবং দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত তা সক্রিয় থাকবে। তবে তার আগে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষে সকালের পূর্বাভাস অনুযায়ী, আটটি জেলায় সোমবার সকালে ফের জারি করা হয়েছে হলুদ ও কমলা সতর্কতা। তিনটি জেলা - উত্তর দিনাজপুর, নদীয়া ও দক্ষিণ ২৪ পরগণা'তে হলুদ সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। হুগলি ও হাওড়া-সহ কলকাতা এবং নদীয়া উত্তর চব্বিশ পরগণা জেলার জন্য রয়েছে কমলা সতর্কতা।