kolkata

3 weeks ago

CISF at R G Kar Hospital: আর জি করের পাহারায় কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালে পৌঁছলেন সিআইএসএফ জওয়ানরা

CISF at R G Kar Hospital
CISF at R G Kar Hospital

 

কলকাতা, ২২ আগস্ট : সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছল সিআইএসএফ। আর জি কর হাসপাতাল পাহারা দেওয়া শুরু করলেন সিআইএসএফ জওয়ানরা। বৃহস্পতিবার সকালে সিআইএসএফ-এর ডিআইজি কে প্রতাপ সিং সাংবাদিকদের বলেছিলেন, "২-৩ ঘন্টার মধ্যে আপনারা সব জানতে পারবেন।"

ডিআইজি-র এই মন্তব্যের পর দুপুরেই আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে পৌঁছন সিআইএসএফ জওয়ানরা। এখন থেকে সিআইএসএফ জওয়ানরা এই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে যেখানে যেখানে সিআইএসএফ মোতায়েন করা হবে তা খতিয়ে দেখা হয়েছে আগেই। যেমন, হাসপাতালের মেন গেটে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে দুই কোম্পানির সিআইএসএফ।

You might also like!