kolkata 5 months ago

Anubrta aMondal : ফের সুকন্যাকে নোটিশ গোয়েন্দাদের

CBI sent notice to anubrata's daughter

 

বীরভূম, ২৩ সেপ্টেম্বর : গরুপাচার মামলায় ফের তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে নোটিস পাঠাল সিবিআই। এ বার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে নোটিশ পাঠানো হয়েছে। সিবিআই সূত্রে খবর, ব্যবসা সংক্রান্ত বিষয়ে তথ্যের জন্য সুকন্যাকে এই নোটিস পাঠানো হয়েছে।

অন্য দিকে, শুক্রবার সিবিআই-এর বোলপুরের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছে অনুব্রতের বাড়ির রাঁধুনিকে। সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি সিবিআই ক্যাম্পে গিয়েছেন। সূত্রের খবর, শুক্রবার সকালে অনুব্রতের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে সিবিআই। এর আগে সম্পত্তির উৎস সংক্রান্ত বিষয়ে অনুব্রতের মেয়ে সুকন্যাকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফের তাঁকে জেরা করার জন্য নোটিশ পাঠানো হয়েছে।


You might also like!