kolkata

9 months ago

CBI Raid in Sodepur : কলকাতা ও সোদপুরে সিবিআই ও ইডি-র অভিযান, একাধিক ঠিকানায় গোয়েন্দাদের তল্লাশি

cbi and ed raid in kolkata and sodepur
cbi and ed raid in kolkata and sodepur

 

কলকাতা, ৫ সেপ্টেম্বর : কলকাতা ও সোদপুরের একাধিক ঠিকানায় হানা দিল সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা। দক্ষিণ কলকাতার রানিকুঠীতে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই-এর একটি দল। সোদপুরের রাজেন্দ্র পল্লীতে একটি বাড়িতে হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা।

সোমবার সকাল থেকে এই দুই জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সোদপুরে সুব্রত মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। ব্যাঙ্কের কর্মীদের নিয়ে সুব্রতর বাড়িতে অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা। তবে তাঁর পরিচয় কী, কেন হানা, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, গত দু’ দিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় চিটফান্ড-কাণ্ডে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্রে এই অভিযান বলে মনে করা হচ্ছে।

You might also like!