কলকাতা, ১৬ সেপ্টেম্বর : হেরোইন উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা শেখ শাহজাহানের। কিন্তু ওই মামলায় নাম জড়িয়ে আদতে তাঁকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন ওই তৃণমূল নেতা।
সুকান্ত মজুমদার বৃহস্পতিবার দাবি করেন, বন্দর থেকে মাদক ভর্তি কনটেনার আটক হওয়ার পর শেখ শাহজাহান প্রায় ১৭ থেকে ১৮ বার রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেম্বারে গিয়ে বৈঠক করেছেন। কে সেই মন্ত্রী, সেই নাম উল্লেখ না করলেও, সুকান্তবাবু প্রশ্ন তোলেন, তিনি কি এই মাদকের লগ্নীকারী? যাঁর এই সরকারে আসার পর দফতর পরিবর্তন হয়েছে বা দফতর পরিবর্তনে বাধ্য হয়েছেন দুর্নীতির জন্য।’
বিজেপির দাবি, শরিফুল এন্টারপ্রাইজের নামে এসেছিল মাদক পাচারের টাকা। ওই সংস্থার মালিক শরিফুল ইসলাম মোল্লা তৃণমূলের সঙ্গে যুক্ত। শরিফুল সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরা এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেও দাবি বিজেপির। অভিযুক্ত তৃণমূল নেতা ব্যাপারে আইনজীবীদের সঙ্গে কথা বলতেই কলকাতা হাইকোর্টে আসেন।