কলকাতা, ১২ ফেব্রুয়ারি : ন্যায্য চাকরির দাবিতে ফের কলকাতায় সরব হল আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। সোমবার সপ্তাহের শুরুতেই ধর্মতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।
প্রথমে মিছিল করে তারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে ধর্মতলা ওই চ্যানেল অবধি আসে। এরপরেই হঠাৎ করে ডরিনা ক্রসিংয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে মাঝ রাস্তায় শুয়ে পরে। ফলে ব্যস্ত সময়ে কলকাতার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থীয় আধিকারিকরা পৌঁছায়। আন্দোলনকারীদের সেখানে দিয়ে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তাদের মূল দাবি মুখ্যমন্ত্রী অবিলম্বে তাদের চাকরির ব্যাবস্থা করুন। নিয়োগের অনুমতি দিক। আবার কেউ কেউ দাবি করেন বয়স বাড়ছে দ্রুত ব্যাবস্থা না নিলে তাদের ভবিষ্যত অন্ধকারে চলে যাবে।