kolkata

11 months ago

বৃষ্টির আশঙ্কায় আগেভাগে মণ্ডপে, মেঘলা আকাশেই উপচে পড়ল ভিড়

বৃষ্টির আশঙ্কায় আগেভাগে মণ্ডপে, মেঘলা আকাশেই উপচে পড়ল ভিড়
বৃষ্টির আশঙ্কায় আগেভাগে মণ্ডপে, মেঘলা আকাশেই উপচে পড়ল ভিড়

 

কলকাতা, ১ অক্টোবর : ভ্যাপসা গরম, সঙ্গে মেঘের উঁকিঝুঁকি উড়িয়ে দুপুর পর্যন্ত মণ্ডপে-মণ্ডপে ঘুরল উৎসাহী জনতা। বিকেলের পর বাড়ল ভিড়, আর তখন কালো হলে আকাশ, যে সন্ধ্যা, তাতে কি! মেঘকে বুড়ো আঙুল দেখিয়েই বাঁধ ভাঙল। বৃষ্টির আশঙ্কায় আগেভাগে মণ্ডপ ঘুরে নিচ্ছেন উৎসাহী মানুষজন। গত দু’বছরের পরে এ বার ভিড়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন উদ্যোক্তারা।দক্ষিণের সুরুচি, একডালিয়া, দেশপ্রিয় পার্ক, ত্রিধারার ভিড়ের সঙ্গে টক্কর দিচ্ছে উত্তরের টালা প্রত্যয়, কলেজ স্কোয়ার, হাতিবাগান সর্বজনীন। নতুন পোশাকে সেজে সকাল থেকেই মণ্ডপে ঢোকার লাইনে দাঁড়ালেন আট থেকে আশি। সেই সঙ্গে মণ্ডপের সামনে বসে আড্ডা জমানোর চেনা ছবিরও দেখা মিলল। মণ্ডপ, রেস্তরাঁর ভিড়ের সঙ্গেই বেড়েছে যানজট। সেই সঙ্গে দেখা মিলেছে উৎসবের মরসুমে বিধি ভেঙে বেপরোয়া বাইক চালানোর চেনা ছবিরও। এত কিছুর মাঝে আবহাওয়ার খামখেয়ালিপনা বারবার মন খারাপ করে দিচ্ছে। ঘূর্ণাবর্তের প্রভাবে পুজোয় হতে পারে বৃষ্টি, তাই জনজোয়ার নেমেছে কলকাতায়।

You might also like!