kolkata

8 months ago

Brtya Basu : স্কুলে নীল-সাদা পোষাক নিয়ে বিজেপি-র প্রশ্ন বিধানসভায়, পাল্টা দিলেন ব্রাত্য

Brtya Basu
Brtya Basu

 

কলকাতা, ২০ সেপ্টেম্বর : স্কুলে নীল-সাদা পোষাক নিয়ে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রশ্ন দেখা দিয়েছে। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিষয়টি নিয়ে বিজেপি-কে ব্যাখ্যা দিতে হয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

গত মার্চ মাসে একটি বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করে রাজ্যের শিক্ষা দফতর। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পোশাকের রং হবে নীল-সাদা। ওই পোশাকে থাকবে বিশ্ব বাংলার লোগো।

শিক্ষামন্ত্রীর কাছে স্কুলে নীল-সাদা পোষাক প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, রাজ্যের স্কুল পড়ুয়াদের পোশাকের রং বদলানো অনেকে মানতে পারছেন না। এর পর শিক্ষামন্ত্রীর কাছে তাঁর প্রশ্ন, ‘‘স্কুলের পোশাককে আগের অবস্থায় কি ফেরানো যাবে?’’

ব্রাত্যবাবুর যুক্তি, এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। বিজেপি শাসিত রাজ্যগুলিও পড়ুয়াদের পোশাকের রং পরিবর্তন করেছে। গুজরাত এবং অসম সরকার আগেই পোশাকের (স্কুলের) রং পরিবর্তন করেছে।’’

তবে রাজ্যের ঐতিহ্যবাহী স্কুলের ক্ষেত্রে পোশাকের রং পরিবর্তন হয়নি বলে জানান ব্রাত্যবাবু। শুধুমাত্র সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে পোষাকের রঙ পরিবর্তন হয়েছে।উল্লেখ্য, চলতি বছরের অগস্টেই সরকারি ও সরকার অনুমোদিত স্কুলগুলিতে নীল-সাদা পোশাক দেওয়ার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। সেই কাজে গতি আনতে স্কুলের প্রধান শিক্ষকদের কাছে একটি চালানও পাঠানো হয়েছে।


You might also like!