kolkata

1 week ago

WB SSC Scam: আর জি কর-কান্ডে পরে পিছু হঠলেও এসএসসি-র দুর্নীতির রাশ ধরতে চায় বিজেপি

West Bengal School Service Commission recruitment scam
West Bengal School Service Commission recruitment scam

 

কলকাতা, ১০ এপ্রিল : আর জি করে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ আন্দোলনের রাশ ক্রমেই চলে গিয়েছিল বামেদের হাতে। প্রথমদিকে বিজেপি সামিল হলেও পরে বাম-নিয়ন্ত্রিত ওই আন্দোলন থেকে পদ্ম নেতারা নিজেদের সরিয়ে নিতে আনতে বাধ্য হন। কিন্তু এসএসসি চাকরিহারাদের আন্দোলনে প্রথম থেকেই রাশ ধরতে চাইছে বিজেপি।

এসএসসি-র ২০১৬ সালের নিয়োগে দুর্নীতির ব্যাপারে বিচারপতির দায়িত্ত্বে থাকাকালীনই সাড়া জাগিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল থেকেই চাকরিহারাদের সঙ্গ দিয়ে প্রতিবাদীদের একাংশের মন পেয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রতিবাদীদের সমাবেশে তিনি ছাড়াও ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও। আন্দোলনকারীদের সঙ্গে দেখাও করেন তাঁরা। চাকরিহারাদের সঙ্গে কথা বলেন রূপা এবং চিত্তরঞ্জনও। রূপা বলেন, ‘‘কাদের ঘুষ দিয়ে চাকরি হয়েছে, খুঁজলেই তাঁদের পাওয়া যাবে। তাঁদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কেন?’’ এসএসসির প্রাক্তন চেয়ারম্যান গোটা ঘটনায় ব্রাত্য বসুর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানান, এসএসসির বর্তমান চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কিছু কথা বলতে চান তিনি।

চিত্তরঞ্জনবাবু বলেন, ‘‘আমি অধ্যাপক সিদ্ধার্থ মজুমদারকে স্পষ্ট ভাবে মনে করিয়ে দিতে চাই, উনি এই সরকারের কলেজ সার্ভিস কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন। উনি যে ভাবে তা পরিচালনা করেছিলেন, তার পর ওঁকে যে ভাবে সরিয়ে দেওয়া হয়েছিল, তা ওঁর কাছেও বেদনাদায়ক। আমি চাইব উনি স্বমহিমায় ফিরুন। নিজের মানসিকতা, শিক্ষা, সংস্কার নিয়ে মাথা উঁচু করে উঠে দাঁড়িয়ে কাউকে পরোয়া না করে সুপ্রিম কোর্টের কাছে যান।’’

You might also like!