kolkata

1 year ago

BJP announced candidates for 20 seats in Bengal:বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

BJP announced candidates for 20 seats in Bengal
BJP announced candidates for 20 seats in Bengal

 

কলকাতা  : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কিছু আসন।

বাংলার ২০ আসনে যাদবপুর থেকে প্রার্থী হচ্ছেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়, জয়নগরে অশোক কান্ডারী, কোচ বিহারে নিশিথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, বালুরঘাটে সুকান্ত মজুমদার, মালদহ উত্তরে খগেন মুর্মু, মালদহ দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী, কাঁথি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। বনগাঁয় শান্তনু ঠাকুর, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়ায় সুভাষ সরকার, আসানসোলে পবন সিং, বিষ্ণুপুরে সৌমিত্র খান, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো, বোলপুরে প্রিয়া সাহা, হাওড়ায় রথিন চক্রবর্তী, রানাঘাটে জগন্নাথ সরকার, মুর্শিদাবাদে গৌরিশঙ্কর ঘোষ, বহরমপুরে নির্মল কুমার সাহা, এবং ঘাটালে টলি অভিনেতা হিরণ।

You might also like!