kolkata

6 months ago

Bhawanipur 75 pally Pujo theme : ভবানীপুর ৭৫ পল্লীর থিমে বড় চমক 'ঐতিহ্য বেঁচে থাকুক'

Bhawanipur 75 pally Pujo theme

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : ভবানীপুর ৭৫ পল্লীর থিম ভাবনায় অভিনব চমক। এ বছর তাদের থিম ভাবনা, 'ঐতিহ্য বেঁচে থাকুক'। বাংলার প্রাচীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার ভাবনা থেকেই এই থিম। গ্রাম বাংলায় হাতে তৈরি রঙিন পটচিত্রের মাধ্যমেই সাজিয়ে তোলা হচ্ছে ভবানীপুর ৭৫ পল্লীর মণ্ডপ। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি উদযাপনের জন্যই এই অভিনব থিম ভাবনা বলে জানিয়েছেন ভবানীপুর ৭৫ পল্লীর উদ্যোক্তারা।হাতে তৈরি রঙিন পটচিত্রের ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য তাদের এই অভিনব থিম ভাবনা। শিল্পী প্রশান্ত পাল এই থিমের রূপায়ন করছেন। এখন প্রস্তুতি চলছে পুরোদমে।

You might also like!