kolkata

2 weeks ago

SSC Supreme Verdict : ২৬ হাজার চাকরিই বাতিল, কলকাতা হাইকোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে

SSC Supreme Verdict
SSC Supreme Verdict

 

 নয়াদিল্লি, ৩ এপ্রিল : এসএসসি-র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ২৬ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি, কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে নিয়ম বহির্ভূতদের বেতন ফেরত দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি-র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল। এর ফলে ২৫,৭৫৩ জনের চাকরি যায়। পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি। আর বৃহস্পতিবার রায় ঘোষণা করে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ওই নিয়োগ প্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই বলে অভিমত সর্বোচ্চ আদালতের।


You might also like!