kolkata

1 week ago

Amit Shah's program in Dharmatala: ধর্মতলায় অমিত শাহর কর্মসূচিতে পুলিশের না, হাই কোর্টের পৌঁছাল বঙ্গ বিজেপি

Amit Shah (File Picture)
Amit Shah (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আগামী ২৯ তারিখে ধর্মতলায় বিজেপির  বঞ্চনা সমাবেশের অনুমতি চেয়ে এবার আদালতের দোরগোড়ায় বিজেপি। সোমবার এ বিষয়ে মামলা দায়েরের অনুমতি দেন কলকাতা হাই কোর্টের  বিচারপতি রাজাশেখর মান্থা। প্রসঙ্গত, ধর্মতলায় বিজেপির  বঞ্চনা সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ, অথচ বিজেপির এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শেষ পর্যন্ত কর্মসূচির অনুমতি না মিললে শাহর আসা অনিশ্চিত হয়ে পড়বে। আর সেই কারণে আদালতের চৌকাঠে তদ্বির বিজেপির, এমনই মত ওয়াকিবহাল মহলের একাংশের। 

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল একাধিক কর্মসূচি পালন করেছে ইতিমধ্যে।  দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে দিল্লিতেও প্রতিবাদ হয়েছে। এর পালটা হিসেবে বিজেপি নয়া কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ২৯ তারিখ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে  ‘বঞ্চিত’দের নিয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বঙ্গ বিজেপি। এখানেই প্রতি বছর একুশে জুলাইয়ের সমাবেশ করে তৃণমূল। সেই কারণেই বিজেপির এই স্থান নির্বাচন বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

অমিত শাহের উপস্থিতিতে দলের এই কর্মসূচি আরও জোরদার হবে বলে মনে করছিলেন বঙ্গ বিজেপির নেতারা। কিন্তু ওই সভার অনুমতি দেয়নি পুলিশ। আর সেই কারণে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিচারপতি রাজাশেখর মান্থা  এনিয়ে মামলা দায়েরের অনুমতি দেন।  এই মামলায় আদালতের নির্দেশে সভার অনুমতি পাবে বলেই আশা করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।  

You might also like!