6 months ago
Shopping festival: পুজোর আগে কলকাতায় এবার দুবাই ঘেঁষা শপিং ফেস্টিভ্যাল! উদ্যোগ মুখ্যমন্ত্রীর
Pre Puja Shopping festival at kolkata (Symbolic Picture)
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে পুজোর আগে কলকাতায় আন্তর্জাতিক ‘শপিং ফেস্টিভ্যালে’র আয়োজন হচ্ছে। এই ফেস্টিভ্যাল দুবাইয়ের ধাঁচেই হবে। ২০-২৬ সেপ্টেম্বর টানা সাতদিন ধরে কলকাতা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এই ফেস্টিভ্যালের আসর বসবে। এই বাণিজ্যিক উৎসব উৎসবের শহর আরও বেশি আলোকিত করে তুলবে। উৎসবে অংশ নেবে দেশ-বিদেশের বহু নামী-দামী সংস্থা। পরে এই বাণিজ্য উৎসব ছড়িয়ে দেওয়া হবে সমস্ত জেলায়। মূলত ব্যবসায় রাজ্যজুড়ে জোয়ার আনতে এই উদ্যোগ নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর ডাকা শিল্প বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়।