কলকাতা, ২৯ সেপ্টেম্বর : বাস যাত্রীদের জন্য স্বস্তি। সপ্তাহভর ভোগান্তির পর চতুর্থীর দিন একেবারে পুজোর মুখে স্বাভাবিক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা। গত কয়েকদিন ধরেই অব্যাহত ছিল বাস সমস্যা। মহালয়া পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত থাকায় সমস্যায় পড়তে হয়েছিল যাত্রীদের। এমনকি সোমবারও বাস সমস্যা অব্যাহত ছিল।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। বীরভূমের রামপুরহাট ও সিউড়ি, দু'টি ডিপো থেকেই বন্ধ হয়ে যায় বাস চলাচল। ফলত ক্ষুব্ধ যাত্রীদের তরফে প্রশ্ন তোলা হয়, পুজোর মুখে কেন দিনের পর দিন বাস চলাচল বন্ধ রাখা হচ্ছে। লাগাতার বাস বন্ধের জেরে সমস্যা হচ্ছিল যাত্রীদের। যদিও সেই সমস্যা থেকে মুক্তি মিলল চতুর্থীতে। স্বাভাবিক হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা ।