kolkata

2 weeks ago

Firhad Hakim: হকারদের ঋণদানে শীর্ষে বাংলা! কেন্দ্রকে নিয়ে কটাক্ষের সুর ফিরহাদের মুখে

Bangla top in lending to hawkers! Firhad's tone of sarcasm on the center
Bangla top in lending to hawkers! Firhad's tone of sarcasm on the center

 

২১ নভেম্বর, কলকাতাঃ পুজোর মরসুমে দেড় লক্ষেরও বেশি হকাররা ঋণ পেয়েছেন, তাই এবার হকারদের ঋণদানে শীর্ষে বাংলা। এমনই দাবি করছেন  রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। 

ওই দপ্তরের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের সরকার যে ভাল পারফর্ম করছে তা আরও একবার প্রমাণ হল। প্রশাসনিক কাজে, মানুষকে পরিষেবা দেওয়ায় আমরা যে নিষ্ঠার সঙ্গে কাজ করছি তা মেনে নিয়ে এই প্রকল্পেও কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিল। এর পরই কটাক্ষের সুরে কেন্দ্রকে বিঁধে ফিরহাদের মন্তব‌্য, ‘‘কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনার পরও বাংলা একাধিক প্রকল্পে দেশের সেরা হয়ে চলেছে। এর আগে একশো দিনের প্রকল্পে সেরা হয়েছি। তার পরই টাকা বন্ধ করে দিয়েছে। আমার আশঙ্কা, এবার সেরা হওয়ার ‘অপরাধে’ হকারদের টাকাও না বন্ধ করে দেয়! তাই আমরা আর ‘পজিটিভ’ পুরস্কার চাই না!’’

You might also like!