হাওড়া, ১৬ সেপ্টেম্বর : শর্ট সার্কিট থেকে রুপোর দোকানে লাগল আগুন হাওড়ার বাগনানের সোনা পট্টিতে। সোমবার সকালে সোনা পট্টির একটি দোকানে আগুন লাগে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দু'টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৬টা নাগাদ বাগনান সোনাপট্টির একটি রুপোর দোকানে বিকট আওয়াজ হয়। এরপরেই দোকানে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। পরে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।