কলকাতা, ২৮ আগস্ট : উত্তর কলকাতার গ্যালিফ স্ট্রিটের পোষ্যের হাট দেখে খুশি মন্ত্রী অরূপ বিশ্বাস। রবিবার গ্যালিফ স্ট্রিটের এই হাটে বাগবাজার শখের হাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির তরফে বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সেই অনুস্থানেই হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সঙ্গী তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আয়োজকরা তাঁদের হাতে তুলে দেন কুকুরছানা, পাখি। গ্যালিফ স্ট্রিটের হাটে এত ধরনের পোষ্য, গাছের সমারোহ দেখে খুশি মন্ত্রী। তাঁর প্রস্তাব, দক্ষিণ কলকাতাতেও এবারের শীতে এরকম পোষ্যের হাট বসুক।
রবিবার বাগবাজার শখের হাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির তরফে এদিন আয়োজন করা হয়েছিল বার্ষিক রক্তদান শিবিরের। এমন সাধু উদ্যোগে শামিল হয়েছিলেন অনেকেই। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । তাঁদের হাতে সংস্থার তরফে তুলে দেওয়া হল ল্যাব ও হাস্কি ছানা এবং রঙিন পাখি। তা পেয়ে বেশ খুশি দু’জনই। মঞ্চ থেকে কুণাল ঘোষের আবেদন, ”বাড়িতে কুকুর, অন্য পোষ্য, গাছ, রঙিন মাছ, পাখি রাখুন। যত্ন করুন। এরা অসাধারণ সঙ্গী।”
এই হাট দেখে আপ্লুত মন্ত্রী অরূপ বিশ্বাস। সংবাদমাধ্যমে তিনি বলেন, ”আমি কলকাতায় ছোট থেকেই আছি, কিন্তু এই হাটে কখনও আসা হয়নি। জানতামই না যে এত বড় হাট বসে এখানে। দক্ষিণ কলকাতাতেও এবার শীতে ২ দিনের জন্য এই হাট বসুক। জায়গা আমি ঠিক করে দেব।” তাঁর এই প্রস্তাবে সম্মত হয়েছেন ব্যবসায়ীরা।