kolkata

3 weeks ago

secondary examination:মাধ্যমিক পরীক্ষায় আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে

Application form for secondary examination has to be filled online
Application form for secondary examination has to be filled online

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মাধ্যমিক পরীক্ষার নিয়মে বড় বদল আসছে। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে আসছে নয়া নিয়ম। এবার থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। এতদিন পর্যন্ত অফলাইনে আবেদনপত্র পূরণ করত ছাত্রছাত্রীরা।  মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এ খবর জানানো হয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে নির্দেশিকা।

আগামী বছর ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২২ ফেব্রুয়ারি শেষ হবে পরীক্ষা। চলতি মাসেই অফলাইনে আবেদনপত্র পূরণের কথা ছিল। সেই নিয়মে বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি স্কুলের প্রধানদের নির্দেশিকা জারি করে পর্ষদ জানিয়েছে, যেসব পরীক্ষার্থী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, তাদের আবেদনপত্র পূরণ পদ্ধতি হবে সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে।

আগামী ২ ডিসেম্বর সকাল ১১টা থেকে শুরু হবে অনলাইনে আবেদনপত্র পূরণ পদ্ধতি। ১৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ করা যাবে। www.wbbsedata.com ওয়েবাসইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রত্যেক ছাত্রছাত্রীর আবেদনপত্র পূরণ যেন সঠিক পদ্ধতিতে হয় সেদিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি স্কুলকে।স্পষ্টতই ক্যাম্প অফিস থেকে আবেদনপত্র দেওয়ার কাজ আর হচ্ছে না। পর্ষদ জানিয়েছে ১১ এবং ১২ নভেম্বর এবং ১২ এবং ১৩ নভেম্বর ক্যাম্প অফিস থেকে এই সংক্রান্ত কাজ হচ্ছে না। যদিও পর্ষদ জানিয়েছে, একটি ক্যাম্প অফিস পরিচালনা করা হবে আগামী ২০ এবং ২১ ডিসেম্বর। নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে।

একইসঙ্গে অনলাইনে আবেদনপত্র পূরণের পর একটি হার্ড কপি দেওয়া হবে। যাচাইকরণ এবং রেকর্ডের জন্য কোনও মাধ্যমিক পরীক্ষার্থীর (২০২৫) যদি নথি জমা দেওয়ার প্রয়োজন হয়, তাও সংশ্লিষ্ট দিনগুলির মধ্যে জমা দিতে হবে স্কুলগুলিকে। এই সংক্রান্ত কাজের জন্য ক্যাম্প অফিসে উপস্থিত থাকতে হবে স্কুলের প্রতিনিধিকে।

You might also like!