কলকাতা, ১৩ আগস্ট : গরুপাচার মামলায় শনিবার সকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতকে। শারীরিক অবস্থার জন্য মাঝে খানিক ক্ষণ বিরতি দেওয়া হয়। মধ্যাহ্ণভোজের পর ফের শুরু হয় জিজ্ঞাসাবাদ। তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্যও অনুব্রতর জন্য নতুন প্রশ্নমালা তৈরি করা হয়েছে। সূত্রের খবর, প্রায় প্রতিটি প্রশ্নেই বাক্যহারা অনুব্রত। বিধায়ক নন, সাংসদ নন, নন রাজ্যের মন্ত্রীও। শুধুমাত্র শাসকদলের জেলা সভাপতি তিনি। তার বাইরে কী করেন, পেশা কী তাঁর, ম্যারাথন জিজ্ঞাসাবাদে এমনই একগুচ্ছ প্রশ্ন নিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।তাতেই তাঁরা তাঁর আয়ের সন্ধান পেতে উৎসুক। একমাত্র মেয়েকে নিয়ে এই মুহূর্তে সংসার অনুব্রতর, সেই মেয়ের পেশা কী, তাঁদের সংসার চলে কী ভাবে, অনুব্রতর দেহরক্ষীর খরচই বা উঠে আসে কোথা থেকে, জানতে চান গোয়েন্দারা। বীরভূমের তৃণমূল সভাপতির একাধিক সম্পত্তির কথা জানা গিয়েছে বলে সিবিআই সূত্রের দাবি। কিন্তু অনুব্রতর আয়ের উৎস কী, তা-ই জানতে তৎপর সিবিআই। এদিন অনুব্রতকে দফায় দফায় জেরা করেন গোয়েন্দারা। তাঁকে জিজ্ঞাসা করা হয়, আয়ের উৎস কী, মোট কত টাকার সম্পত্তি, গরুপাচার নিয়ে তিনি কী জানেন, এই সংক্রান্ত কোনও অভিযোগ পেয়েছিলেন কিনা, এমন নানা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। সূত্রের খবর, এর পাশাপাশি, কন্যা সুকন্যা কী করেন, তাঁদের সংসার চলে কী ভাবে, নিরাপত্তারক্ষীদের খরচ চালান কী ভাবে অনুব্রত, তা-ও জানতে চাওয়া হয় বীরভূমের তৃণমূল সভাপতির কাছে।