হুগলি, ৬ সেপ্টেম্বর : পুজোয় মহিলাদের ২৪ ঘণ্টা সুরক্ষা প্রদান করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশদের নিয়ে তৈরি হচ্ছে স্পেশাল অ্যান্টি টিজিং টিম। মঙ্গলবার এমনটাই জানালেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। সেইসঙ্গে নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হবে হুগলিকে। সঙ্গে তৎপর থাকবেন চন্দননগর পুলিশ কমিশনারেটর অপরাধ দমনমূলক শাখার পুলিশ অফিসাররা।
এদিন সকালে চন্দননগর পুলিশের সাতটি থানা এলাকায় বড় পুজো মন্ডপ গুলো পুলিশ কমিশনার নিজে পরিদর্শন করছেন বাকি পুজো এসিপি আইসি পদমর্যাদার অফিসাররা ঘুরে দেখে প্রয়েজনীয় নির্দেশ দিচ্ছেন। মন্ডপে এন্ট্রি এক্সিট ঠিকমত আছে কিনা, ভির নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিচ্ছে পুজো কমিটিগুলো তা খতিয়ে দেখেন।
ভদ্রকালী বলাকা পুজো মন্ডপে এসে সিপি জানান, পুজোর সময় ইভটিজিং এর ঘটনা ছিনতাই এর ঘটনা ঘটে। তাই চন্দননগর পুলিশ এই সব অপরাধ আটকাতে স্পেশাল টিজিং টিম তৈরি করছে। বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা পুলিশ কর্মিরা তাতে যেমন থাকবেন তেমনি অপরাধ ঠেকাতে থাকবে এন্টি ক্রাইম টিম। এছাড়াও পুজোর সময় রাস্তায় যানজট সামলাতে ট্রাফিক ব্যবস্থা জোরদার থাকবে। কমিশনার আরও জানান, যেহেতু পুজো এগিয়ে আসছে তাই মন্ডপগুলো ঘুরে দেখা হচ্ছে। যদি কিছু পরিবর্তন করার থাকে আগে থেকে বলে দেওয়া হচ্ছে মন্ডপ তৈরী হয়ে গেলে সমস্যা যাতে না হয়।